
চলতি সপ্তাহে প্রকাশিত টিজারেই ব্যাপক সাড়া ফেলেছে ‘বাহুবলী’ নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’। বিশাল বাজেট, তারকাখচিত কাস্টিং ও ভিজ্যুয়াল মহিমার ইঙ্গিত মিলতেই ছবিটিকে ঘিরে বলিউড-দক্ষিণের সিনেমাপ্রেমীদের উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। ইন্ডিয়াডটকমের বরাতে জানা গেছে, বাজেট আর পারিশ্রমিকের দিক থেকে ছবিটি ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল নির্মাণ হতে যাচ্ছে।
২০২৭ সালের সংক্রান্তিতে মুক্তি
রাজামৌলি ও তাঁর বাবা ভি. বিজয়েন্দ্র প্রসাদের যৌথ কলমে লেখা এই অ্যাকশন–অ্যাডভেঞ্চার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারন। ভারতীয় সংস্কৃতির উপাদানে নির্মিত এই মহাকাব্যিক সিনেমা মুক্তি পাবে ২০২৭ সালের সংক্রান্তি উৎসবে।
টিজার প্রকাশে তুমুল উন্মাদনা
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করা হয় ছবির নাম ও টিজার। বড় পর্দায় দেখানো সেই প্রথম ঝলকেই নজর কাড়েন মহেশ বাবু- রুদ্র চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ দর্শকরা। মন্দাকিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে, আর কুম্ভ চরিত্রে ধরা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।
১,২০০ কোটি রুপির বাজেট- ভারতের দ্বিতীয় ব্যয়বহুল ছবি
মহেশ বাবুর ক্যারিয়ারের ২৯তম ছবিটি নির্মিত হচ্ছে ১,২০০ কোটি রুপির বিশাল বাজেটে, যেখানে প্রচারের খরচ যুক্ত নয়। এই অঙ্কে এটি ‘রামায়ণ’-এর পর ভারতের দ্বিতীয় ব্যয়বহুল ছবি হিসেবে গণ্য হচ্ছে।
তারকাদের পারিশ্রমিক- কে কত পাচ্ছেন?
রাজামৌলি: কোনো পারিশ্রমিক নয়, নেবেন লাভের অংশ
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালকদের একজন রাজামৌলি সাধারণত ২০০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক পান। তবে ‘বারাণসী’র ক্ষেত্রে তিনি সরাসরি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। ছবিটি সফল হলে তবেই লাভের অংশ থেকে তাঁর আয় হবে।
মহেশ বাবু: পারিশ্রমিক নয়, লাভে অংশীদার
কইমইডটকমের তথ্য অনুযায়ী, মহেশ বাবুও শুরুতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তিনি রাজামৌলির মতোই লভ্যাংশ ভাগাভাগি মডেল বেছে নিয়েছেন- তেলেগু ইন্ডাস্ট্রিতে যা একেবারেই দৃষ্টান্তহীন উদ্যোগ।
প্রিয়াঙ্কা চোপড়া: বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী
‘বারাণসী’তে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন প্রায় ১৫–২০ কোটি রুপি (প্রতিবেদন অনুযায়ী)। এতে তিনি দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে পেছনে ফেলে বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের শীর্ষে উঠে এসেছেন।
পৃথ্বীরাজ সুকুমারন: পাচ্ছেন ১০ কোটিরও বেশি
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, সাধারণত পৃথ্বীরাজের পারিশ্রমিক থাকে ৪–১০ কোটি রুপির মধ্যে। তবে ‘বারাণসী’র জন্য তিনি ১০ কোটি রুপির বেশি পাচ্ছেন বলে ধারণা।
টিজারে দেখানো ভিজ্যুয়াল স্কেলের ঝলক বলছে- রাজামৌলি এবারও বড় ধরনের এক সিনেমাটিক মহাবিস্ময় উপহার দিতে চলেছেন।