
ফাইল ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো মাঠ, আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ গ্যালারির দর্শকদের মাঝে। পরিস্থিতির কারণে কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তখন টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে, আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার করছেন মেহেদী হাসান মিরাজ। তার ওভারের দ্বিতীয় বলের পরই হঠাৎ করে টের পাওয়া যায় তীব্র কম্পন। খেলোয়াড়রা থমকে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, আম্পায়াররাও থামিয়ে দেন খেলা।
গ্যালারিতেও শুরু হয় হুলস্থুল। দর্শকদের অনেকেই আতঙ্কে সিঁড়িতে নেমে যান, কেউ কেউ মাঠের বাইরের খোলা জায়গার দিকে ছুটে যান। কয়েক মুহূর্তের জন্য স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। তবে ভূমিকম্প থেমে গেলে নিরাপত্তাকর্মী ও ম্যাচ অফিসিয়ালদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিছুক্ষণ বিরতির পর আবার শুরু হয় খেলা। খেলা শুরুর পর বাংলাদেশ দ্রুতই সাফল্য ফিরে পায়। তাইজুল ইসলাম এক ওভারেই আয়ারল্যান্ডের দুই ব্যাটার স্টিফেন ডোহেনি এবং অ্যান্ডি ম্যাকব্রাইনকে বিদায় করে ম্যাচে দলকে এগিয়ে নেন।
হঠাৎ আসা ভূমিকম্প স্টেডিয়ামে এক অনাকাঙ্ক্ষিত বিরতি তৈরি করলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আতঙ্ক কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই চলতে থাকে মিরপুর টেস্ট।





























