রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ নভেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত অর্ধ শতাধিক


norsingdi

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা কবির বিষয়টি নিশ্চিত করেছেন

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নরসিংদীতে ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে আহত হয়েছেন ৩ জন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে বেশিরভাগকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।