
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকালেই অনুভূত হয়েছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে হওয়া এই কম্পনটি ছিল মধ্যম ধরনের (Moderate) বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সকাল ১১টা ২০ মিনিটে গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হলেও এর আফটারশকের কোনো সম্ভাবনা আপাতত পাওয়া যায়নি। তিনি বলেন, “এই ভূমিকম্পের শক্তি খুব বেশি নয়, তবে অনুভূতি তীব্র ছিল।”
তিনি আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্প সাধারণত রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে হয়ে থাকে। এ ধরনের কম্পনে মাটির নড়াচড়া স্পষ্টভাবে টের পাওয়া যায়, ঘরের আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংসযজ্ঞ বা প্রাণহানি ঘটে না।
তরিফুল নেওয়াজ কবির বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কখনো কখনো আফটারশক হতে পারে, তবে তা সবসময় তীব্র হয় না। “সহজভাবে বললে, এই ভূমিকম্পটি ছিল না খুব দুর্বল, আবার না খুব শক্তিশালী—মাঝারি মাত্রার, যা মানুষের মধ্যে মুহূর্তিক আতঙ্ক তৈরি করতে পারে,” যোগ করেন তিনি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
























