রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২১ নভেম্বর ২০২৫, ৩:০২ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পে শিশুসহ নিহত ৪


Earth Quake

সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জনমনে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জনমনে।

ঢাকার বংশালের কসাইটুলিতে একটি পুরোনো আটতলা ভবনের পাশের দেয়ালের অংশ ও কার্নিশ ভেঙে নিচে পড়ে। সেসময় নিচে থাকা মাংসের দোকানের ক্রেতা ও পথচারীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। আহত আরও অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ঘটে আরেক দুঃখজনক ঘটনা। ভূমিকম্প শুরু হলে ১০ মাসের ফাতেমাকে কোলে নিয়ে বাসা থেকে বের হওয়ার সময় দেয়াল ধসে পড়ে শিশু ফাতেমার মৃত্যু হয়। আহত হন তার মা। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক ব্যক্তি আহত হন। বারিধারার একটি ভবনেও আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ এখনও স্পষ্ট নয়; এটি ভূমিকম্পজনিত কি না যাচাই করা হচ্ছে।

হঠাৎ এই ভূকম্পন জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও অধিকাংশ এলাকায় বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তার কথা বলছেন।