
দারুণ জুটি গড়েন সাদমান-জয়। ছবি : সংগৃহীত
মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলায় দুর্দান্ত এক আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দেখিয়েছে আত্মবিশ্বাসী শুরু। দিনের শেষ সময়ে নাজমুল হোসেন শান্তর দল মাত্র ১ উইকেট হারিয়ে তুলেছে ১৫৬ রান, ফলে সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৬৭ রানের।
দ্বিতীয় ইনিংসে মূল ভূমিকা রাখেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সতর্ক শুরু থেকে দুজনই এগিয়ে যান সাবলীল ব্যাটিংয়ে। তবে ৬০ রানে পৌঁছে ৩২তম ওভারের প্রথম বলেই গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লু হয়ে ফিরতে হয় মাহমুদুলকে। ৯১ বলে ৬টি চারের সুন্দর ইনিংস খেলে ফেরেন তিনি। তার বিদায়ের সময় দলের সংগ্রহ ছিল ১১৯/১।
এরপর তৃতীয় উইকেটে দায়িত্ব নেন মমিনুল হক। সাদমানকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন আরেকটি আশাব্যঞ্জক জুটি। বিশেষ করে ৩৬তম ওভারের প্রথম দুই বলে হোয়েকে দুটি দারুণ বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান সাবেক অধিনায়ক। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশের লিড দ্রুতই সাড়ে তিনশ পেরিয়ে যায়। সাদমানের স্থিতি আর মমিনুলের মসৃণ ব্যাটিংয়ে দিন শেষে দৃঢ় ভিত্তিতে পৌঁছে দল।
এর আগে দিনের শুরুতে আয়ারল্যান্ডকে চাপে রাখতে দারুণ ভূমিকা রাখেন বাংলাদেশি বোলাররা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪ উইকেট। সহায়তা করেন হাসান মুরাদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। বড় লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা; বরং দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে আক্রমণাত্মক পরিকল্পনাই বেছে নেয় দল।
দিনের খেলা শেষে ১৫৬/১ সংগ্রহ করে ৩৬৭ রানের বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতেই।





























