
বাংলাদেশ সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর জমকালো ফাইনাল। বিশ্বের বিভিন্ন দেশের ১২০ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে প্রথমে নির্বাচিত হয় সেরা ৩০ জন- যাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।
এরপর সুইমিং কস্টিউম রাউন্ড থেকে বাছাই হয় সেরা ১২। গাউন ওয়াক সেশনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখান থেকে উঠে আসেন সেরা পাঁচ সুন্দরী- মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরিকোস্টের প্রতিনিধিরা।
সেরা পাঁচকে বিচারকেরা করেন দুই দফা প্রশ্ন। প্রথম প্রশ্নে প্রতিটিকে আলাদা প্রশ্ন করা হয় এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য কমন। কমন প্রশ্নের সময় চারজন প্রতিযোগীর কানে হেডফোন দেওয়া ছিল, যাতে তাঁরা অন্যদের উত্তর শুনতে না পারেন।
প্রশ্নোত্তর পর্বে ফাতিমার শক্তিশালী উপস্থিতি
প্রথম প্রশ্নে ২০২৫ সালে নারীর চ্যালেঞ্জ ও মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে নারীদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার বিষয়ে জবাবে ফাতিমা বলেন-
“নারীদের জন্য পৃথিবীটা এখন চ্যালেঞ্জের। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে আমি আমার শক্তি ও কণ্ঠস্বর ব্যবহার করব সমাজ পরিবর্তন ও কল্যাণে। নারী হিসেবে আমরা সাহসী, ইতিহাস গড়তে জানি।”
দ্বিতীয় প্রশ্নে তরুণীদের ক্ষমতায়ন বিষয়ে তিনি শোনান অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় বার্তা-
“নিজের স্বকীয়তায় আস্থা রাখো। তোমার স্বপ্নের মূল্য আছে, হৃদয় অমূল্য। নিজের মূল্য নিয়ে কেউ যেন সন্দেহ না করে। তুমি শক্তিশালী, তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছে যাক।”
এই উত্তরেই তিনি বিচারকদের মন জয় করেন।

চূড়ান্ত ফলাফল
প্রশ্নোত্তর পর্ব শেষে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট ওঠে মেক্সিকোর ফাতিমা বশের মাথায়।
প্রথম রানারআপ: থাইল্যান্ডের প্রভিনার সিং
দ্বিতীয় রানারআপ: ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি
চতুর্থ: ফিলিপাইনের আহতিসা মানালো
পঞ্চম: আইভরিকোস্টের অলিভিয়া ইয়াসে