রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী


tobge-yunus

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতির খোঁজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী তোবগে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এরপর তাকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রীয় এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। ভুটান জানিয়েছে, এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে।

সফরকালে প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশে বসবাসরত ভুটানি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।