
ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলই শ্বাসরুদ্ধকর লড়াই জিতে জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে।
দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান শাহীন্স। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান তোলে পাকিস্তান ‘এ’ দল। জবাবে ১৪৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা ‘এ’, ফলে ৫ রানের জয় নিশ্চিত করে পাকিস্তান।
এর আগে প্রথম সেমিফাইনালে এক রোমাঞ্চকর সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে কোনো রান তুলতে পারেনি ভারত; রিপন মণ্ডলের পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান।
যদিও প্রথম বলে ইয়াসি আলী আউট হন, দ্বিতীয় বলে রান নিতে পারেননি আকবর আলী—তবে ভারতীয় বোলার সুয়াশ শর্মার ওয়াইডেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।
নাটকীয় এ লড়াই শেষে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার মুখোমুখি হবে পাকিস্তানের সঙ্গে শিরোপা লড়াইয়ে।





























