
ফাইল ছবি
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। তিনি বলেন, এবারের নির্বাচনে অংশীদার হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবেন। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা জানান। তিনি জানান, নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে, ইসি জানিয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে কমিশনের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল প্রকাশ করা হতে পারে।