ঢাকা টেস্টের চতুর্থ দিনে আজ আয়ারল্যান্ডকে ৫০৯ রানের রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
দলটির বিপক্ষে আজ ৪৯১ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে মমিনুল হক অপরাজিত ছিলেন ৭৯ রানে, মুশফিক অপরাজিত ছিলেন ৪৪ রানে। মমিনুলের সেঞ্চুরির জন্যই লাঞ্চের পর আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের ব্যাট করতে নেমে দ্রুতই আউট হন মমিনুল। টানা দ্বিতীয় ফিফটি করে সাজঘরে ফিরেন তিনি।
এদিকে মুশফিক নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে পান ফিফটির দেখা। বাংলাদেশের লিডও ৫০০ পেরিয়ে যায়। তাই ইনিংস ঘোষণা করতে আর দেরি করেননি নাজমুল শান্ত। ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে ডিক্লেয়ার দিলে জয়ের জন্য আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৯ রান।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। নাজমুল শান্ত ও সাদমান ইসলাম ফিরেন দ্রুতই। তবে দুই উইকেট হারালেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের প্রতিরোধে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।
দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে মুমিনুল-মুশফিক মিলে জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান। এ জুটিতে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে যোগ হয়েছে ১০৬ রান। নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি করা মুশফিক লাঞ্চের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ৫৩ রানে অপরাজিত ছিলেন।
এদিকে মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর নিজের ব্যক্তিগত রানের খাতায় আরও ৮ রান যোগ করেন মমিনুল। তবে সেঞ্চুরির দেখা পাওয়ার আগেই গ্যাভিন হোয়ির বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।




























