
ফাইল ছবি
রাজধানী ঢাকায় শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, প্রথম কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। মাত্র এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, দ্বিতীয়বার ভূকম্পন হয়; এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।
এদিন সকালে ঢাকার আশুলিয়ার বাইপাইলেও ভূকম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া এই ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটিকে আগের দিনের কম্পনের আফটারশক বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি জানান, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ, যা শুক্রবারের মাধবদী এলাকায় হওয়া কম্পনের ধারাবাহিকতা।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পে ১০ জনের মৃত্যু এবং কয়েকশো মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।