
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সময়টা চলছে একেবারেই প্রতিকূল। একদিকে চলচ্চিত্র ক্যারিয়ারে ধারাবাহিক সফলতা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে; বড় নির্মাতাদের কাছ থেকে আগের মতো নতুন প্রস্তাবও মিলছে না। অন্যদিকে মুম্বাইয়ে ২৫২ কোটি টাকার মাদক মামলায় ইতোমধ্যে তলব করা হয়েছে তাঁর ভাই সিদ্ধান্ত কাপুরকে, যা পরিবারসহ অভিনেত্রীকে নিয়ে এসেছে নতুন আলোচনায়। সব মিলিয়ে চাপের মধ্যেই ছিলেন শ্রদ্ধা—তার মাঝেই শুটিং সেটে ঘটে গেল নতুন বিপত্তি।
ভারতের আনন্দবাজার, আজকাল, এই সময়সহ একাধিক গণমাধ্যম জানায়, শ্রদ্ধা কাপুর সম্প্রতি ব্যস্ত রয়েছেন ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে। মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর–এর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। চরিত্রের জন্য অভিনেত্রীকে নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি—ওজন বাড়াতে হয়েছে ১৫ কেজি পর্যন্ত। কঠোর পরিশ্রমের মধ্যেই চলছিল শুটিং। আর সেখানেই ঘটল অঘটন।
লাভনি নৃত্যের একটি দৃশ্য শুটিংয়ের সময় শ্রদ্ধার বাঁ পায়ে গুরুতর চোট লাগে। ভারী শাড়ি, গহনা আর বড় আকারের কোমরবন্ধনী পরে দ্রুতলয়ের নাচ করতে গিয়ে এক পর্যায়ে কোমরবন্ধনী খুলে যায়। বিষয়টি নজরে না আসায় সেটি শক্তভাবে আঘাত হানে তাঁর পায়ে, পা বেঁকে গিয়ে চাপ পড়ে আঙুলে। শুরুতে বিষয়টি গুরুতর মনে না হলেও পরে জানা যায়, আঙুল ভেঙে গেছে। বাধ্য হয়ে পরিচালক লক্ষ্মণ উতরেকর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করেন। শ্রদ্ধাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ে চিকিৎসার জন্য।
ডাক্তাররা জানিয়েছেন, আঘাত গুরুতর হলেও উদ্বেগের কিছু নেই—শ্রদ্ধা দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন। চিকিৎসকদের আশ্বাস পেয়ে অভিনেত্রীও ফের শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
চোটের মধ্যেও দৃঢ় মনোভাব প্রকাশ করে শ্রদ্ধা বলেন, “আমি চাই না আমার শিডিউলের কারণে প্রযোজক–পরিচালক সমস্যায় পড়ুন। সময়মতো আমার কাজ শেষ করে দিতে পারব বলে আশা করছি।”
তাঁর এই পেশাদারিত্বকে সাধুবাদ জানিয়েছেন নির্মাতারাও। তবে নেটিজেনদের অনেকের মত, ক্যারিয়ারে ধাক্কা সামলে ফের শীর্ষে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করছেন শ্রদ্ধা কাপুর। ‘আশিকি–২’–এর সফলতার পর একের পর এক বড় বাজেটের সিনেমায় কাজের সুযোগ পেলেও সাম্প্রতিক সময়ে নির্মাতারা তাঁর প্রতি আগের মতো আস্থা রাখছেন না। তাই আবারও নিজের অবস্থান ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন এই বলিউড তারকা।