
ছবি: সংগৃহীত
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলটি ২৫–১৮ পয়েন্টে হেরে টুর্নামেন্ট শেষ করেছে তৃতীয় হয়ে। ‘এ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে উঠলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও দুর্দান্ত ফর্মে থাকা চাইনিজ তাইপের সামনে লড়াইটা আর ধরে রাখতে পারেনি লাল–সবুজের মেয়েরা।
২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার সেই সাফল্য টপকে দুই ধাপ এগোলেও শেষ মুহূর্তে থমকে গেল রূপালী–স্মৃতিদের ফাইনাল স্বপ্ন। প্রথম সেমিফাইনালে ভারত ১২ পয়েন্টে হারিয়েছে ইরানকে, আর বাংলাদেশ ৭ পয়েন্টে হারে চাইনিজ তাইপের কাছে।
ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা অধিনায়ক রূপালী আক্তার প্রথম রেইডেই ব্যর্থ হন। পরে স্মৃতি আক্তারের ভুলে আরও পয়েন্ট হারায় দল। দ্রুতই এগিয়ে যায় চাইনিজ তাইপে। তবে তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট এবং অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে ৫-৪ পয়েন্টে এগিয়েও যায় বাংলাদেশ।
দারুণ ফর্মে থাকা চাইনিজ তাইপে প্রথমার্ধ শেষ করে ৯–৮ পয়েন্টে এগিয়ে। বিরতির ঠিক আগে বাংলাদেশের সুপার ট্যাকলে ব্যবধান কমে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল–সবুজরা ১০-৮ পয়েন্টে এগিয়ে গেলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ১০-১০ সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তাইপে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল–আউট করে ব্যবধান বাড়িয়ে নেয় ১৫–১২ পয়েন্টে। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই ২৫–১৮ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।
আগামীকাল বিকেল সাড়ে ৪টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও প্রথম নারী কাবাডি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত।