
বিদ্যা সিনহা মিম | ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই বছরের নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। এরপর ওটিটি ও বড় পর্দা—কোথাও নতুন কোনো কাজ নিয়ে হাজির হননি জনপ্রিয় এই অভিনেত্রী। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করলেও ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়।
তবে এ বিরতি শেষে নতুনভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন মিম। তিনি জানিয়েছেন, ২০২৬ সালকেই নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। অভিনয় থেকে বিরতিতে থাকলেও বিভিন্ন ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে নিয়মিতই দেখা গেছে তাকে। শনিবার (২২ নভেম্বর) একটি ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি বলেন, আগামী বছরই নতুন কাজ নিয়ে সিনেমা হলে ফিরছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, মিম ইতোমধ্যে একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো প্রকল্প নিয়েই বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এর পাশাপাশি আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে তার হাতে, যা পর্যায়ক্রমে সামনে আসবে।
মিম আরও জানান, গত দুই বছরে কাজের প্রস্তাবের অভাব ছিল না; বরং তিনি নিজেই সময় নিয়েছেন ভালো মানের গল্পে অভিনয়ের জন্য। সেই অপেক্ষার সুফল অবশেষে মিলছে, আর খুব দ্রুতই ঘোষণা আসবে তার নতুন কাজগুলোর।
বিরতিতে যাওয়ার আগের সময়টি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। রায়হান রাফীর ‘পরান’ ও ‘দামাল’ সিনেমায় দারুণ অভিনয়ে আলোচনায় আসেন তিনি। এরপর অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।