
ছবি: সংগৃহীত
এশিয়া কাপ রাইজিং স্টারসের রোমাঞ্চকর ফাইনাল গড়ায় সুপার ওভার পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও ম্যাচশেষে দায় এড়াননি অধিনায়ক আকবর আলী। স্পষ্টভাবেই তিনি ব্যর্থতার কারণ হিসেবে তুলে ধরেছেন দলের ব্যাটিং ভুলকে।
ম্যাচের পর আকবর বলেন, ‘বিশ্বাস আমাদের ছিলই। কিন্তু শট নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দোষারোপ করলে শুধুই নিজেদেরই করব। এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা সহজ নয়, তা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াইয়ে জিততে হত, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি।’
ফাইনালের এক পর্যায়ে পুরোপুরি ম্যাচের বাইরে চলে গেলেও লোয়ার অর্ডারের দারুণ লড়াই বাংলাদেশকে নতুন করে ম্যাচে ফেরায়। এ প্রসঙ্গে আকবর বলেন, ‘এক সময় আমরা ম্যাচের বাইরে চলে গিয়েছিলাম। কিন্তু লোয়ার-অর্ডার যেভাবে চরিত্র দেখিয়েছে, তা সত্যিই দারুণ। টুর্নামেন্টজুড়ে ছেলেরা যা দেখিয়েছে, তাতে আমি খুব গর্বিত। এই দল খুবই তরুণ; শেখার ও উন্নতির অনেক সুযোগ রয়েছে সামনে।’
শেষে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। আকবর বলেন, ‘সমর্থকদের বিশেষ ধন্যবাদ। প্রতিটি ম্যাচেই তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’




























