রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৪ নভেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
শেয়ার

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ


salman-f-rohman

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। সন্দেহজনক লেনদেন, অর্থ আত্মসাৎ ও অবৈধ স্থানান্তরের অভিযোগে দুদকের আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়- সালমান এফ রহমানসহ ৩০ আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখায় মর্টগেজকৃত সম্পত্তির অস্বাভাবিক বাড়তি মূল্যায়ন দেখিয়ে সাধারণ মানুষের কাছে বন্ড বিক্রি করেন। এতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি টাকা উঠিয়ে তা শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জেডসিবি চলতি হিসাবে জমা করা হয়।

সেখান থেকে রিডেম্পশন অ্যাকাউন্টে ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। পরে ব্যাংকিং নিয়ম অমান্য করে এসব টাকা নগদে উত্তোলন ও বিভিন্ন সন্দেহজনক লেনদেনে আত্মসাৎ করা হয়। অর্থ লুকাতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ করায় মামলাটি দায়ের করা হয়।

তদন্তে দেখা যায়- আসামিদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে গাজীপুরে ১২ একর ১৬ শতাংশ জমি ও একটি ব্যাংক হিসাব রয়েছে। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, আসামিরা সম্পদ ও ব্যাংক হিসাব অন্যত্র স্থানান্তর করে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন, যা সফল হলে আদালতে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এ কারণে সম্পদ হস্তান্তর ঠেকাতে জমি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন।