
ছবি: সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে গোল উৎসব করল বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচজুড়ে লাল–সবুজের কিশোররা প্রদর্শন করেছে একতরফা আধিপত্য।
প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। গোল ব্যবধানে এগিয়ে থাকার সেই সুবিধা ব্রুনাইয়ের বিপক্ষে আরও শক্তিশালী করে তোলে দলকে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।
১৩তম মিনিটে ফয়সালের পাস ধরে নিখুঁত শটে প্রথম গোল করেন ওপু। ২৩তম মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বেড়ে যায় ব্যবধান। এরপর ৩৬তম মিনিটে রিদোয়ানের পাস থেকে ফয়সালের গোল এবং পরের মিনিটে মানিকের দূরপাল্লার শট—বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৪–০।
বিরতির পরেও থেমে থাকেনি বাংলাদেশের আক্রমণ। ৪৯তম মিনিটে ওপুর দ্বিতীয় গোল, ৭৩তম মিনিটে রিফাতের রিবাউন্ড থেকে গোল, ৭৫তম মিনিটে আলিফ এবং ৭৯তম মিনিটে বায়জিতের গোল—সব মিলিয়ে ব্রুনাইয়ের জালে জড়ায় ৮টি বল।
পুরো ম্যাচজুড়ে ব্রুনাইকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। কয়েকটি শট পোস্টে লেগে ফিরলেও গোলের বন্যা থামানো যায়নি। এখন টুর্নামেন্টের পরবর্তী ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে বুধবার। বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন। চ্যাম্পিয়ন দল আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলবে।





























