
নির্বাচনী প্রচারণার সময় মাশরাফি-সাকিবরা। ফাইল ছবি
জাতীয় দলের কোনো খেলোয়াড় যেন রাজনৈতিক বা নির্বাচনি প্রচারণায় অংশ না নেন—এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ এই অভিভাবক প্রতিষ্ঠান সোমবার (২৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জানায়।
পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ ও সবার কাছে একাত্মতার প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা ক্ষুণ্ন করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা মহল জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করার চেষ্টা করছে। এনএসসি মনে করে, খেলোয়াড়দের এ ধরনের প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।
সব ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট সংস্থাকে বিশেষভাবে সতর্ক করে এনএসসি জানায়—
১) জাতীয় দলের কোনো খেলোয়াড়কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করা যাবে না।
২) খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভামঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
৩) খেলোয়াড়দের কেবল খেলাধুলার নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে।
৪) এনএসসির নির্দেশনা কঠোরভাবে মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক।
প্রজ্ঞাপনের শেষে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করা হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। দেশের সামগ্রিক কল্যাণে সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো





























