
অনুমতি ছাড়া নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরিকৃত বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এর আগে একই ধরনের অভিযোগে ঐশ্বরিয়া রায় আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
সম্প্রতি ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় বম্বে হাইকোর্টে মামলা করেছেন শিল্পা শেঠি। মামলায় বহু ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শিল্পার অভিযোগ, অসংখ্য ভুয়া ওয়েবসাইট নিজেদের ‘অফিসিয়াল প্ল্যাটফর্ম’ দাবি করে তার নাম ও ছবি ব্যবহার করছে। অনেক অজানা ওয়েবসাইটেও তার পরিচিতি দিয়ে ভুয়া, বিভ্রান্তিকর ও কেলেঙ্কারিপূর্ণ কনটেন্ট ছড়ানো হচ্ছে।
এছাড়া এআই–নির্মিত বিকৃত ছবি ও ভিডিও নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে, যা তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করছে।
শিল্পার আইনজীবী সানা রঈস খান বলেন, “দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা তার পরিচিতি গড়ে তুলেছেন। তার সম্মতি ছাড়া নাম বা ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। এই অননুমোদিত ব্যবহার তার মর্যাদা ও সুনামকে আঘাত করছে।”
তিনি আরও জানান, আদালতের কাছে এ ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
গত কয়েক বছরে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে নানা আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেল খেটেছেন। তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই মামলায় বম্বে হাইকোর্ট তাদের বিদেশযাত্রা নিয়ে নির্দেশনা দেয়।
এই প্রতিকূলতার মধ্যেই শিল্পাকে এবার ব্যক্তিত্ব সুরক্ষার দাবিতে আদালতের শরণাপন্ন হতে হলো।
সূত্র: হিন্দুস্থান টাইমস