
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে মাঠ প্রশাসন পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করে দেশের আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই ব্যাপক রদবদল করা হয়েছে।
এর আগে একই দিন বিকেলে সরকার দেশের ৬৪টি জেলার সকল পুলিশ সুপারকে (এসপি) বদলি করে এবং নভেম্বরের মধ্যেই ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।
প্রশাসনে একের পর এক এমন পরিবর্তনকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।