
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। বহু বাসিন্দা এখনও ভবনের ভেতরে আটকা রয়েছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
বুধবার (২৬ নভেম্বর) কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আকাশে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যায়। ১,৯০০–এর বেশি ফ্ল্যাট নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লাগার পর পুলিশ টানা কল পায় আটকা পড়া লোকজনের বিষয়ে।
প্রাথমিকভাবে আগুনকে ‘১ নম্বর অ্যালার্ম’ হিসেবে শ্রেণিভুক্ত করা হলেও বিকেল ৩:৩৪ মিনিটে তা ৪ নম্বরে, এবং সন্ধ্যা ৬:২২ মিনিটে সর্বোচ্চ ৫ নম্বর অ্যালার্মে উন্নীত করা হয়—হংকংয়ের অগ্নিকাণ্ড স্কেলে যা সর্বোচ্চ সতর্কতা।
ফুটেজে দেখা গেছে, ভবনের বাইরে থাকা বাঁশের ভারা ও সবুজ জালের অংশ পুড়ে নিচে পড়ে আছে। দমকলের পাশাপাশি উদ্ধার অভিযান রাত পর্যন্ত অব্যাহত রয়েছে।