
আন্তর্জাতিক বাজারে টানা তিন দফা পতনের পর স্বর্ণের দামে যে ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়েছিল, তা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। মঙ্গলবারের (২৫ নভেম্বর) বৃদ্ধির পর বুধবার (২৬ নভেম্বর) আবারও বেড়েছে স্বর্ণের দাম।
রয়টার্সের তথ্য অনুসারে, মার্কিন বাজারে স্বর্ণের দাম আরও ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ১৬০ দশমিক ১২ ডলার। ১৪ নভেম্বরের পর এটিই স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মাঝে আরও জোরালো হয়েছে। ফেডের নীতিনির্ধারকদের সাম্প্রতিক নরম বক্তব্য এবং দুর্বল অর্থনৈতিক সূচক বাজারে এ ধারণা তৈরি করেছে, যা স্বর্ণের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে।
এদিকে অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভারের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫১ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি; দুটি ধাতুই স্থিতিশীল রয়েছে।