রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ নভেম্বর ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার

কবে বিয়ে করছেন দেব-রুক্মিণী?


Deb-Rumkini

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্ক বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। একসঙ্গে একাধিক ছবিতে কাজ, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি—সবকিছুই তাদের গভীর সম্পর্কেরই ইঙ্গিত দেয়। সময় যত এগোচ্ছে, ততই ভক্তদের কৌতূহল বাড়ছে—কবে সাত পাকে বাঁধা পড়ছেন দেব–রুক্মিণী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আবারও এক অনুরাগীর বিয়ে-সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী। প্রশ্ন শুনে মজার ছলেই তিনি বলেন, “যেদিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন হঠাৎ করেই সবাইকে চমকে দেব। তখন সবাই খুব আশ্চর্য হয়ে যাবে।”

উত্তরটি প্রকাশ্যে আসতেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

এদিকে, আরেক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় তিনি কি টলিউডের ‘সালমান খান’—অর্থাৎ আজীবন ব্যাচেলর থাকার সিদ্ধান্ত নিয়েছেন কি না। জবাবে অভিনেতা বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি—ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আজীবন সিঙ্গল থাকব। বিয়ে ভাগ্যের ব্যাপার। আমি যে বিয়ে করতে চাই না, তা নয়—অবশ্যই করব।”

দেব আরও যোগ করেন, “এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে। খুব শিগগিরই সবাই তা জানতে পারবে।”

তারকার এই মন্তব্যে জল্পনা আরও বেড়েছে—তাহলে কি এবার সত্যিই বিয়ের দোরগোড়ায় দেব–রুক্মিণী? ভক্তদের অপেক্ষা এখন এই জুটির আনুষ্ঠানিক ঘোষণায়।