
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ
সিলেট ও ঢাকায় ব্যস্ত সূচি শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াবে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।
২০২৫ সাল টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ব্যস্ত বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হতে যাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দলের চলতি বছরের টি-টোয়েন্টিযাত্রা। রেকর্ডসংখ্যক—বছরজুড়ে মোট ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপরই শুরু হবে বিপিএল, আর আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগে এটিই জাতীয় দলের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ।
গত মাসেই একই ভেন্যু চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই হতাশা এখনও কাটেনি। ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্যও তাড়াতে পারেনি দল। তবে এবার ফরমে ফিরে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি বিশ্বাস করেন, এই সিরিজই ব্যাটিং ইউনিটকে নতুন করে জ্বালিয়ে তুলবে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে টি-টোয়েন্টিতে ভালো ধারাবাহিকতা দেখিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু জয় নয়, বরং বিশ্বকাপের আগে কৌশল, কম্বিনেশন ও স্কোয়াডের স্থিতিশীলতা গড়ে তোলা।
অন্যদিকে, আয়ারল্যান্ডও চায় বছর শেষটা ইতিবাচক করতে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই সিরিজটিকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় তারা।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার দেখা যাক—বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজে হাসিমুখে মাঠ ছাড়ে কোন দল।