
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালুর পর মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে বিটিআরসি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন কমিশনার মাহমুদ হোসেন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে, তবে বাজারে স্মার্টফোনের দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে টিআরএনবি আয়োজিত একটি সেমিনারে এসব কথা জানান তিনি।
কমিশনার বলেন, এনইআইআর চালুর আগে কোনো সেট বন্ধ হবে না। বাজারে থাকা স্টক লিগ্যাল চ্যানেলে আনার প্রক্রিয়ায় ডিসেম্বরেই সমাধান আসবে। এনইআইআর নিয়ে প্রচার চালানো হবে বলেও জানান তিনি।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, দেশের বাজারে একটি মডেলেরই ১০ লাখ পর্যন্ত ক্লোন হ্যান্ডসেট চলাচল করছে। চুরি, প্রতারণা ও অপরাধ দমনে এনইআইআর বড় ভূমিকা রাখবে। গ্রাহক ঘরে বসেই চুরি হওয়া ফোন বন্ধ করতে পারবেন।
পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, চুরি হওয়া মোবাইল সীমান্তপথে বাংলাদেশ–ভারতের মধ্যে যাতায়াত করে, ফলে উদ্ধার কঠিন হয়ে পড়ে।
মোবাইল ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেন, এনইআইআর জাতীয় নিরাপত্তা ও বাজার সুশৃঙ্খল করতে জরুরি। গ্রে ব্যবসায়ীদের কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই এনইআইআর দ্রুত বাস্তবায়নই একমাত্র সমাধান।