
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসে বসবাসরত নিবন্ধিত ভোটারদের জন্য আগামী সপ্তাহ থেকে ব্যালট পেপার পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন ভবনে ইসি’র আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিক, যাদের এনআইডি কার্ড আছে, তারা নিবন্ধন করে পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
তবে, তিনি উল্লেখ করেন যে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কিছু প্রবাসী ভোটার তাদের ঠিকানায় (এড্রেস) ভুল করছেন। ঠিকানা সঠিক না হলে ব্যালট পেপার গন্তব্যে পৌঁছানো কঠিন। তাই সাতটি দেশে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সালীম আহমাদ খান জানান, এই সমস্যার সমাধানে তাঁদের টিম কাজ করছে। সাতটি দেশের দূতাবাসের সঙ্গে তাঁরা আলোচনা করেছেন এবং আগামীকাল (২৮ নভেম্বর) সকালের মধ্যে এর সমাধান করার চেষ্টা করা হবে। প্রবাসী ভোটাররা যাতে ছুটির দিনে এই সুযোগটি কাজে লাগাতে পারেন, সেজন্য তাঁরা অ্যাপের ভেতরে এড্রেস কারেকশনের এডিট অপশন চালু করার চেষ্টা করছেন, যাতে সবাই ঠিকানা পুনরায় যাচাই করে নিতে পারেন।






















