
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৩৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই (পাওয়ার প্লেতে) মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ইনিংসের গতিপথ পুরোপুরি হারিয়ে ফেলে।
তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের দ্রুত বিদায়ে দলের বিপর্যয় শুরু হয়। আইরিশ পেস এবং স্পিনের বৈচিত্র্যময় আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটাররা ভুল শট খেলে একে একে প্যাভিলিয়নে ফেরেন।
যখন পুরো দল ব্যর্থ, তখন একাই লড়ে গেছেন তাওহীদ হৃদয়, খেলেছেন তার ক্যারিয়ার-সেরা ঝলমলে ৮৩ রানের অপরাজিত ইনিংস (৫০ বলে, ২টি ছক্কা)। জাকের আলীকে (১৭ রান) নিয়ে তিনি পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে খানিকটা আশা জাগালেও, জাকেরের বিদায়ের পর আবারও নামে ব্যাটিং ধস।
বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস এক ওভারে তিন উইকেট (তানজিম, রিশাদ, নাসুম) নিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। বাংলাদেশ ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত টাইগাররা ১৪২ রানের বেশি করতে পারেনি। আয়ারল্যান্ডের ম্যাথিউ হামপ্রিস মাত্র ১৩ রানে ৪টি আর বেরি ম্যাকার্থি ২৩ রানে নেন ৩টি উইকেট।
এর আগে, আয়ারল্যান্ডের ইনিংসে উজ্জ্বল ছিলেন হ্যারি টেক্টর, যিনি ৫টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার বড় ভাই টিম টেক্টর ৩২ এবং ক্যাম্ফারের ২৪ ও স্টার্লিংয়ের ২১ রানের সুবাদে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ২টি উইকেট নিলেও খরচ করেন ৪১ রান। শরিফুল ইসলাম ৪২ রানে এবং রিশাদ হোসেন ৩৪ রানে নেন একটি করে উইকেট।





























