রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন


Dengue vaccine

দেশটির কর্তৃপক্ষ এটিকে “ঐতিহাসিক” অর্জন বলে আখ্যায়িত করেছেন

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন আশঙ্কাজনক হারে বাড়ছে, ঠিক সেই সময় ব্রাজিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এটিকে “ঐতিহাসিক” অর্জন বলে আখ্যায়িত করেছেন।

তীব্র ফ্লু–জাতীয় উপসর্গ, প্রচণ্ড ক্লান্তি ও শরীরব্যথার জন্য পরিচিত ডেঙ্গু ২০২৪ সালে বৈশ্বিক পর্যায়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে। গবেষকরা জলবায়ু পরিবর্তনকে এ বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এএনভিসা সাও পাওলোভিত্তিক বুতান্তান ইনস্টিটিউটের উদ্ভাবিত ‘বুতান্তান-ডিভি’ নামের এই টিকা ১২ থেকে ৫৯ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, বিশ্বের একমাত্র অনুমোদিত ডেঙ্গু টিকা হলো TAK-003, যা তিন মাসের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়।

আট বছর ধরে ব্রাজিলজুড়ে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালের পর তৈরি এক ডোজের এই টিকা দ্রুত এবং সহজতর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বুতান্তান ইনস্টিটিউটের পরিচালক এস্পের কালাস বলেন, ‘এটি ব্রাজিলের বিজ্ঞান ও জনস্বাস্থ্যের জন্য এক ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক আমাদের পীড়া দেওয়া রোগটির বিরুদ্ধে এখন আমরা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র পেয়েছি।’

ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করে দেখা যায়, নতুন টিকাটি গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

‘ব্রেকবোন ফিভার’ নামে পরিচিত ডেঙ্গু গুরুতর অবস্থায় রক্তক্ষরণজনিত জ্বর ও মৃত্যুর কারণ হতে পারে। এডিস মশাবাহিত এ রোগের সংক্রমণ এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এমন অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যেখানে আগে এ রোগ দেখা যেত না।

বৈশ্বিকভাবে ২০২৪ সালে ডব্লিউএইচও জানায়, ডেঙ্গুর ১ কোটি ৪৬ লাখের বেশি আক্রান্ত এবং প্রায় ১২ হাজার মৃত্যু রেকর্ড করা হয়—যা ইতিহাসে সর্বোচ্চ। এর অর্ধেক মৃত্যুই ঘটেছে ব্রাজিলে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০২৪ সালের এক গবেষণায় দেখান, এক বছরেই বৈশ্বিক উষ্ণায়ন ডেঙ্গুর ১৯ শতাংশ সংক্রমণের জন্য দায়ী।

ব্রাজিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহের জন্য চীনা ফার্মা কোম্পানি উক্সি বায়োলজিক্সের সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা।