
ছবি: সংগৃহীত
কন্যাসন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিলয় ও তাসনুভা তাবাসসুম হৃদির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান।
নিলয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন খবরটি শেয়ার করেন। ফেসবুকের ভেরিফায়েড পেজে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি দিয়ে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। নাম রেখেছি রুশদা মাইমানাহ। সবাই দোয়া করবেন।
খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার পোস্টে শুভেচ্ছা বার্তা ভরতে শুরু করে। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নতুন বাবা–মাকে অভিনন্দনে সিক্ত করছেন।
উল্লেখ্য, নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদি ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফেসবুকে পরিচয় থেকে প্রেম, পরে পারিবারিক আয়োজনেই তাদের বিয়ে হয়। হৃদির এটি প্রথম বিয়ে হলেও নিলয়ের দ্বিতীয়।
এর আগে ২০১৬ সালে তিনি মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার বেশিদিন টেকেনি।