শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
গিনেস বুকে খাংনাম স্টাইল
প্রকাশিত - মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১২, ৪:৩৭ অপরাহ্ন
জুসনইলবো অবলম্বনেঃ এই সময়ের সবচেয়ে আলোচিত কোরিয়ান গায়ক সাই এর গান খাংনাম স্টাইল গিনেস বুকে স্থান করে নিয়েছে। কোন কোরিয়ান গান হিসেবে আইটিউন্স চার্টে এক নাম্বার হওয়ার পর খাংনাম স্টাইল এবার গিনেস বুকে ইউটিউবে সর্বোচ্চ লাইক পাওয়া ভিডিও হিসেবে জায়গা করে নিয়েছে। এই ভিডিওতে এখন পর্যন্ত ২৭লাখেরও বেশি লাইক দেওয়া হয়েছে এবং ২৯ কোটি ৯৯ লাখ বারেরও বেশি এই গানটি দেখা হয়েছে। ১৫ জুলাই গানটি প্রথম অনলাইনে দেওয়া হয়।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা