
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছে দলটি। চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিকিৎসার পরিবেশ নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে বিকেল থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা একে একে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজখবর নেন। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। গভীর রাতেও অনেকেই নেত্রীকে এক নজর দেখতে ও খবর জানতে অপেক্ষা করছিলেন।
হাসপাতালের ভেতরে ভিড় কমানোর পাশাপাশি নিরাপত্তা জোরদারে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে শান্ত-সহনশীল থাকার আহ্বান জানানো হয়েছে।