
তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে প্রথম ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে টসে হেরেও সেই ফিল্ডিংই পেয়েছেন লিটন দাসরা।
দলে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম নেই আজকের স্কোয়াডে। তাদের বদলে আজ টাইগারদের হয়ে নামছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান। বিপরীতে আয়ারল্যান্ড দলে এসেছে একটি পরিবর্তন। গত ম্যাচে খেলা কার্টিস ক্যাম্ফারের জায়গায় খেলবেন বেন কালিজ।
আজকের ম্যাচটি আয়ারল্যান্ডের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। আজ জয় পেলেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে আইরিশরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধুই টিকে থাকার লড়াই।
কিছুদিন আগেও টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধবলধোলাই এবং ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হার—সব মিলিয়ে কঠিন সময় পার করছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ। তাই বিশ্বকাপের প্রস্তুতি এবং হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিটন বাহিনীর সামনে।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।