
চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে আবারও মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। হাঁটুর মেনিস্কাসে চোটের কারণে বিশ্রাম ও অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও সান্তোস এফসির রেলিগেশনের ঝুঁকি এবং নিজের খেলার প্রতি তাগিদ তাঁকে মাঠে ফেরায়। ব্রাজিলের প্রথম বিভাগ লিগে স্পোর্ট রেসিফের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। তাঁর পারফরম্যান্সে ৩-০ গোলের দারুণ জয় পায় সান্তোস, রেলিগেশনের শঙ্কাও কেটে গেছে।
নেইমারের মাঠে নামাকে অনেকেই সমর্থন করলেও কেউ কেউ মনে করছেন, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ ফিটনেস দেখানোর তাগিদেই তিনি দ্রুত ফিরতে চেয়েছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলেত্তি আগেই জানিয়েছিলেন—বিশ্বকাপে খেলতে হলে ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলতে হবে নেইমারকে।
ম্যাচে নতুন কোনো চোট না পেলেও সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ব্রাজিলীয় মিডিয়ার উদ্দেশে বলেন, তাঁর প্রকৃত চোটের অবস্থা তিনিই ও চিকিৎসকেরা জানেন। কিন্তু নানা গুজব তাঁকে মানসিকভাবে আঘাত করছে।
ইনজুরি ও দলে ফেরাকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে ব্রাজিলে। দলের অধিনায়ক মার্ককুইনহোসও বলেছেন, তাঁরা বিশ্বকাপে নেইমারকে চান, তবে তাঁর ফিটনেস ও ম্যাচ–ফর্মই হবে চূড়ান্ত নির্ধারক।