রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শেয়ার

বিজয় দিবসে ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ


BNP

১৬ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির ‘বিজয় মশাল রোড শো’

বিজয় দিবস সামনে রেখে সারাদেশে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি জানায়, ১ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘বিজয় মশাল রোড শো’ শুরু হবে, এবং ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পুরো কর্মসূচিতে আলোচনা সভা, ঐতিহাসিক স্থান পরিদর্শন, মুক্তিযুদ্ধের গান পরিবেশন, সাংস্কৃতিক আয়োজন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন থাকবে। এছাড়া জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচিত বক্তব্য প্রচার করা হবে।

বিএনপি জানায়, মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই মশাল যাত্রা শুরু হবে। প্রথম দিন মশালটি পৌঁছাবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে। প্রতিটি বিভাগে এই মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এ অংশ নেওয়া একজন যুবক।

চট্টগ্রাম থেকে শুরু করে কর্মসূচি কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর ঘুরে ঢাকায় পৌঁছাবে। পথে পথে বিএনপির ৩১ দফা রাজনৈতিক রূপরেখা জনসমক্ষে তুলে ধরা হবে এবং পুরো আয়োজনে দলটির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’ পরিবেশন করা হবে।

১৬ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির ‘বিজয় মশাল রোড শো’।