
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার বেলা দেড়টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বিকেল চারটার দিকে তাঁকে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।