
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ বছর কারাভোগের পর খালাস পাওয়া এটিএম আজহারুল ইসলামকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির করা হয়েছে। তবে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান কমিটিগুলো সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। এ সিদ্ধান্ত শনিবার মজলিসে শুরার সমাপনী অধিবেশনে গৃহীত হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবার শুধু শুরা সদস্য নির্বাচন হয়েছে, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হবে সংসদ নির্বাচনের পর।
ঢাকার মগবাজারে অনুষ্ঠিত অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে আর্থিক কোরবানি ও ধৈর্যের প্রয়োজন।
শুরায় গৃহীত প্রস্তাবে অভিযোগ করা হয়, সরকার একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেও সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে পারেনি। গণভোটে ‘না’ জিতলে সংসদ নির্বাচনের পরিণতি কী হবে- এ নিয়েও প্রশ্ন তোলে শুরা। জামায়াত দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
শুরায় আরও বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের ওপর হামলা চালিয়েছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
এদিকে, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারসহ পাঁচ দাবিতে আজ রোববার রাজশাহীতে শুরু হচ্ছে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আট দলের বিভাগীয় সমাবেশ। আগামীকাল খুলনায় এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ হবে।