
ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে তাকে সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পাসপোর্ট না থাকা বা মেয়াদ শেষ হয়ে গেলে যেকোনো বাংলাদেশিকে একবার দেশে ফেরার সুযোগ দিতে ‘ওয়ান টাইম পাস’ সরবরাহ করা হয়, আর এ প্রক্রিয়া সম্পন্ন করতে এক দিনের বেশি সময় লাগে না। তারেক রহমান যদি আজ জানিয়ে দেন তিনি ফিরতে চান, তাহলে আমরা পরদিনই ট্রাভেল পাস দিতে পারবো এবং তার পরের দিনই তিনি দেশে আসার মতো অবস্থায় থাকবেন।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মায়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধোন্তের ওপর নির্ভর করছে না।
এ বিষয়ে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের দিক থেকে কোনো বাধা বা আপত্তি নেই।