
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, তাঁর কোনো রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই। বয়স ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই তিনি রাজনীতির বাইরে থাকতে চান বলে মন্তব্য করেন।
রবিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময়সভায় উপদেষ্টা বলেন, ‘আমার বয়স ৭৩ বছর। এখন নতুন কোনো রাজনৈতিক দলে যোগদানের ইচ্ছা নেই। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার কথাও ভাবছি না।’
এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘সন্দ্বীপের জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ ও এলাকার প্রতি নিবেদিত একজন প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ থাকবে।’
উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হওয়ার কারণ হিসেবে অনিয়ম–দুর্নীতিকে দায়ী করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা বরাদ্দের টাকা ভাগ-বাটোয়ারা করে নষ্ট করছেন। পূর্বের বরাদ্দের কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তার বরাদ্দ দেওয়া হবে না।’
সন্দ্বীপবাসীর নৌ–যাতায়াত সুবিধায় নতুন ঘোষণা দেন ফাওজুল কবির। তিনি জানান, আগামী ডিসেম্বরেই একটি নতুন সি–ট্রাক চালু করা হবে। পাশাপাশি গুপ্তছড়া ঘাটে স্থায়ী নাব্যতা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।