
ফাইল ছবি
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮২ জনে। এর মধ্যে শুধুমাত্র নভেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ৯৯ জন- যা ২০২৫ সালের মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০২ জনে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়- নভেম্বরেই সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে। গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের এবং সেপ্টেম্বরে ৭৬ জনের। বছরের শুরুতে জানুয়ারিতে ১০ ও ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু হলেও মার্চ ছিল মৃত্যুহীন। এরপর এপ্রিলে মৃত্যু হয় ৭ জনের এবং মে মাসে ৩ জনের।
জুনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ -এ, যা জুলাইয়ে আরও বেড়ে ৪১ -এ পৌঁছায়। আগস্ট মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ৩৯ জন।