
ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে হঠাৎ দুজন উঠে পড়ার ঘটনায় রাত ৮টা ৫ মিনিট থেকে মেট্রোরেলের সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে লাইনের বিভিন্ন স্থানে একাধিক ট্রেন আটকে পড়ে যাত্রীদের ভোগান্তি তৈরি হয়।
রাত ৯টার দিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এক বিজ্ঞপ্তিতে জানায়, সচিবালয় স্টেশনে দুই কারের মধ্যবর্তী অংশে দুই ব্যক্তি উঠে পড়ায় নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং আজকের বাকি সময় আর কোনো ট্রেন চলবে না। এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
স্বাভাবিক সময়ে উত্তরা উত্তর স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় ও মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রেন ছাড়ে। তবে আজ তা বাতিল করা হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, দুজনের মধ্যে একজন ট্রেনের ছাদে ছিলেন, আরেকজন নেমে দৌড় দিয়ে পালিয়ে যান। পলাতক ব্যক্তির সন্ধান চলছে।
সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক আহসান উল্লাহ শরীফী জানান, ঘটনাটির পরই পুরো মেট্রোরেল সিস্টেম বন্ধ করে দেওয়া হয় এবং পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।