রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত


Road accident

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বেপরোয়া গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন নিহত জহির।

রোববার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহিরের ছেলে মোহাম্মদ রাকিব ভুঁইয়া তামিম জানান, তার বাবা বিকেল ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পরে মারা যান তিনি।

নিহত জহিরের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। সবুজবাগের মধ্য বসাবো এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।