
শবনম ফারিয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গেল সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। মসজিদে বিয়ে ও স্বামীকে নিয়ে মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। এবার এক অনুষ্ঠানে তিনি খোলাখুলি জানালেন, বিয়ে ও স্বামীকে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব।
ফারিয়া জানান, মসজিদে বিয়ে করার সিদ্ধান্ত তিনি বা তার স্বামী কেউই নেননি; পরিবারের পরামর্শেই সব হয়েছে। বাবাহীন জীবনে তার যেকোনো সিদ্ধান্ত মা ও দুই বোন–বোন জামাইয়ের অনুমোদনেই চূড়ান্ত হয় বলেও জানান তিনি। মসজিদে বিয়ের বিষয়টি গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনার পর খবরটি প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু মানুষ তা স্বাভাবিকভাবে নেয়নি বলে পরে স্বামীর পরামর্শে তিনি ফেসবুকে বিষয়টি জানান।

কনে শবনম ফারিয়া ও বর তানজিম তৈয়ব। ছবি: সংগৃহীত
স্বামীর বয়স নিয়ে তৈরি হওয়া প্রশ্নে ফারিয়া বলেন, তার স্বামী দেখতে তরুণ হলেও প্রকৃতপক্ষে তার বয়স বেশি। ‘অনেক ফিট থাকার কারণে তাকে কম বয়সী মনে হয়, কিন্তু তিনি আমার চেয়ে বেশ বড়,’ বলেন শবনম ফারিয়া।






















