
কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ–রুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনায় মা–মেয়ে নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন সেন্টমার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৩৫) ও মেয়ে মহিমা (৫)।
স্পিডবোট চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্ব পাড়া এলাকার মরিয়ম খাতুন ও তার মেয়ে মহিমা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।