বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
শেয়ার

চকবাজারের ডালপট্টির আগুন নিয়ন্ত্রণে


CHakbazar Fire

সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ডালপট্টি এলাকায় একটি দুটি* ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, আগুনটি মূলত পাশাপাশি থাকা দুইটি ভবনে ছড়িয়ে পড়ে। প্রথম ভবনের নিচ তলায় ছিল ডালের গুদাম ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের বসবাসের কক্ষ এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংস তৈরির কারখানা। অন্য ভবনের নিচ তলায় ছিল ওয়ার্কশপ এবং উপরের তলায় অফিস।

এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে লালবাগ স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়, ফলে মোট সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।