
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে অবস্থিত ইশা যোগা সেন্টারের লিঙ্গা ভৈরভী মন্দিরে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সামান্থা ইনস্টাগ্রামে বিয়ের দিনের কিছু ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে ছিল শুধু তারিখ— “01.12.2025”।
ইশা ফাউন্ডেশনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, যুগলটি মন্দির প্রাঙ্গণে ‘ভূতা শুদ্ধি বিবাহ’ আচার অনুসারে বিবাহ সম্পন্ন করেন।
ভেলিয়ানগিরি পর্বতমালার পাদদেশে অবস্থিত ইশা যোগা সেন্টারটি হলো ইশা ফাউন্ডেশনের সদর দপ্তর। প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন জগদীশ “জাগ্গী” বসুদেব, যিনি বিশ্বজুড়ে সদগুরু নামে পরিচিত।
১৯৫৭ সালে মাইসুরে জন্ম নেওয়া ৬৮ বছর বয়সী সদগুরু ১৯৮২ সাল থেকে যোগ শিক্ষা দিয়ে আসছেন। তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে সক্রিয়ভাবে প্রচার চালান এবং আন্তর্জাতিক নানা সম্মেলনে বক্তব্য দেন।
২০১৭ সালে আধ্যাত্মিকতা ও মানবসেবায় অবদানের জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম বিভূষণ লাভ করেন।
ফাউন্ডেশন সূত্রের তথ্যে জানা যায়, যুগলের আধ্যাত্মিক আগ্রহ এবং শান্ত, প্রাকৃতিক পরিবেশে প্রথাগত আচার মেনে বিবাহের ইচ্ছার কারণেই তারা ইশা যোগা সেন্টারকে বিয়ের স্থান হিসেবে নির্বাচন করেছেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া