রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ নভেম্বর ২০১৪, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার

বঙ্গোপসাগরে ২০ জেলে অপহৃত


fishermanবঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাঁশখালীর ২০ জেলেকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বরিশাল ও সাতক্ষীরার জলদস্যুরা তাদের অপহরণ করেছে বলে অভিযোগ করেন বাঁশখালীর বোট মালিক সমিতির নেতারা।

বাঁশখালী বোট মালিক সমিতির নেতা আবুল হোসেন ভুট্টু জানান, মঙ্গলবার রাতে ২০ জেলেকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

অপহৃত জেলে পরিবার ও বোট মালিক সূত্রে জানা গেছে, তাদের অপহরণ করে নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা পরিবার বা বোট মালিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, অপহৃতদের উদ্ধারে কোস্ট গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। কোস্ট গার্ডকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।