রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৮ নভেম্বর ২০১৪, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

সাগরে ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ২৬


Trolerকক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সাগরে ২৯ জন মাঝি-মাল্লাবাহী একটি ট্রলার ডুবে গেছে।

এ ঘটনায় এ পর্যন্ত ২ জনকে জীবিত এবং ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে ২৬ জন।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফজলুল করিম জানান, বহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গোপসাগরের ১১ নম্বর পয়েন্টে ‘এফবি বন্ধন’ নামের ট্রলার ডুবে যায়।

তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি কোস্টগার্ড কর্মকর্তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘সমদ্রজয়’।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট আশিকুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ এবং আরো দুজনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।”