একটি পরীক্ষাতেও অংশ না নিয়েই সবক’টিতে সর্বোচ্চ জিপিএ পাঁচ পেয়ে গেলো এক পিএসসি ( প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষার্থী। এমন অদ্ভুতুড়ে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধায়।
খবরে প্রকাশ, উপজেলার সিন্দুর্ণা বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ ইসলাম সাকিব পরীক্ষার আগেই আগেই ঢাকা চলে যায়। সেখানে তারা স্বপরিবারে গার্মেন্টসে কাজ করায় আর বাড়ি ফিরেনি। তাই সে এবছর সমাপনি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এদিকে একই স্কুলের শিক্ষার্থী মিম মানতাসা সব বিষয়ে অংশ নিলেও রহস্যজনক কারনে তাকে বাংলা পরীক্ষায় অনুপুস্থিত দেখানো হয়েছে। সংগতকারণেই পুরো পরীক্ষাতেই তাঁকে অকৃতকার্য দেখানো হয়েছে।