রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৯ জানুয়ারী ২০১৫, ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার

শমসের মবিন ৫ দিনের রিমান্ডে


somserসংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া এই রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিন মঞ্জুর করে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বনানীর ডিওএইচএসের নিজ বাসভবন থেকে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।